আপনেই দারু-ব্রহ্মরূপে নীলাচলে। বসিয়া আছহ ভোজনের কুতূহলে।
অর্চা-বিগ্রহরূপে নীলাচলে সেই পরতত্ত্ববস্তু ভোজনছলনায় আশ্রিত জনগণকে প্রসাদ দিবার জন্য বসিয়া আছেন।