বন্দী করিয়াছে মোরে অশেষ বন্ধনে।
বিদ্যা, ধনে, কুলে,—তোমা’ জানিমু কেমনে।
লোগজন্য জাগতিক বিদ্যা, নশ্বর ধনসমূহ ও সৎকুলে জন্ম প্রভৃতি বিবিধ বন্ধের কারণ ; উহাতেই মানবগণ আবদ্ধ থাকে। এবং নিত্য সত্যের উপলব্ধি করিতে পারে না। শ্রীগৌরকৃষ্ণের দর্শনে বঞ্চিত হইয়া মিছাভক্ত সম্প্রদায় বা ভক্তিবিরোধী সম্প্রদায় ভগবৎসেবার কোন উপলব্ধি পায় না, তজ্জন্যই “জন্মৈশ্বর্যশ্রুতশ্রীভিঃ’’ শ্লোকের বিচার মতে ভগবন্নামগ্রহণের পরিবর্তে শ্রীহরিগুরুবৈষ্ণবের বিদ্রোহিতা আচরণ করে। অসত্যকে সত্য বলিয়া ভ্রান্ত হওয়ায় তাহাদের এই দুর্গতি অনিবার্য।