“বৈরাগ্য সহিত নিজ-ভক্তি বুঝাইতে।
যে প্রভু কৃপায় অবতীর্ণ পৃথিবীতে।
ফল্গুবৈরাগ্যের অপকর্ষ ও যুক্তবৈরাগ্যের প্রয়োজনীয়তা, ভোগপরবিদ্যার নিরর্থকতা, ত্যাগপরবিদ্যার অকর্মণ্যতা ও সেবাপরাবিদ্যার প্রয়োজনীয়তা স্থাপন করিবার জন্য নিত্য পুরুষোত্তম বস্তু দয়ার্দ্রচিত্ত হইয়া ইহ জগতে অবতীর্ণ হইয়াছেন। এই প্রকারে সার্বভৌম “কালান্নষ্টং” শ্লোকদ্বয় প্রমুখ শতশ্লোকে রচনা করিলেন।