শ্রীকৃষ্ণচৈতন্য-নাম-প্রভু অবতার।
তাঁর পাদপদ্মে চিত্ত রহুক আমার।
তথ্য। “কালেন নষ্টা প্রলয়ে বাণীয়ং বেদসংজ্ঞিতা। ময়াদৌ ব্ৰহ্মণে প্ৰোক্তা ধর্মো যস্যাং মদাত্মকঃ॥’’ (ভাঃ ১১/১৪/ ৩) কৃষ্ণবিমুখ জগতে ভাগ্যের অনুপাতানুসারে ভক্তি উদ্দীপ্ত থাকে। দুর্ভাগ্যক্রমে তর্কাদি প্রবল হইলে ভগবানে সেবা-প্রবৃত্তি মিশ্রভাবাপন্ন হয় এবং কখনও কখনও ক্ষেত্রবিশেষে বিলুপ্ত হয়। সেই শুদ্ধভক্তির প্রকাশের জন্য শ্রীকৃষ্ণচৈতন্যের ইহ জগতে অবতরণ।