তথাহি—
“কালান্নষ্টং ভক্তিযোগং নিজং যঃ
প্রাদষ্কর্তুং কৃষ্ণচৈতন্যনামা।
আবির্ভূতস্তস্য পদারবিন্দে
গাঢ়ং গাঢ়ং লীয়তাং চিত্ত-ভৃঙ্গঃ।
অনুবাদ। যে ভগবান্ কালপ্রভাবে তিরোহিত স্বকীয় ভক্তিযোগ পুনরায় প্রকাশিত করিবার জন্য শ্রীকৃষ্ণচৈতন্যরূপে প্রাদুর্ভূত হইয়াছেন, আমার চিত্তভ্রমর তাঁহার শ্রীপাদপদ্মে গাঢ়রূপে আসক্ত হউক।