মহাপ্রভুর সার্বভৌম বক্ষে পাদপদ্মস্থাপন—
করুণা-সমুদ্র প্রভু শ্রীগৌরসুন্দর।
পাদপদ্ম দিলা তাঁর হৃদয়-উপর।
ভগবানের মহালোকময় ষড়্ভুজমূর্তি দর্শন করিয়া সার্বভৌম মূৰ্ছিত হইলেন। সার্বভৌমের হৃদ্দেশে ষড়্ভুজমূর্তিধৃক্ শ্রীগৌরহরি স্বীয় পাদপদ্ম স্থাপন করিলেন।