বৈকুণ্ঠের পতি আসি’ অতিথি হইলা।
সন্তোষে ভিক্ষার সজ্জ করিতে লাগিলা।
তথ্য। আটিসারা, ২৪পরগণার বারুইপুর স্থানের নিকট “আটঘরা” বা “আটগরা” নামক স্থানই ‘আটীসারা’ বলিয়া মনে হয়। পূর্বে এই স্থানে গঙ্গা প্রবাহিতা ছিলেন। এই স্থান হইতেই মহাপ্রভু ছত্রভোগ গমন করেন। ছত্রভোগ আটঘরা গ্রামের নিকট ।।
তথ্য। অতিথিদেবো ভব। (তৈঃ ১১/২); গোদোঽমাত্রকাল বৈ প্রতীক্ষেদতিথিঃ স্বয়ম্।
তথ্য। অথ পরিব্রাড্ বিবর্ণবাসা মুণ্ডোঽপরিগ্রহঃ শুচিরদ্রোহী “ভৈক্ষাণো” ব্রহ্মভূয়ায় ভরতীতি। অভ্যাগতান যথাশক্তি পূজয়েদতিথিং তথা।।(গরুড়ে)।