বহুবিধ আপন রহস্য কথা রঙ্গে।সুখে রাত্রি গোঙাইলা ভক্তগণ সঙ্গে।
অখিলরসামৃতমূর্তি শ্রীকৃষ্ণের সকল রহস্য-কথা ভক্তগণের সঙ্গে আস্বাদন করিতে করিতে নিরবচ্ছিন্ন আনন্দ বিধান করিয়া রজনী যাপন করিয়াছিলেন।