সার্বভৌম-কর্তৃক সুবর্ণ থালিতে প্রভুকে প্রসাদ-দান—
সুবর্ণ-থালিতে অন্ন আনিয়া আপনে।
সার্বভৌম দেন, প্রভু করেন ভোজনে।
বিবৃতি। সার্বভৌম সুবর্ণপাত্রে মহাপ্রভুকে ভোজন করাইলেন। অর্বাচীন ব্যক্তিগণ মনে করিবে যে, সন্ন্যাসী হইয়া ধাতুপাত্র তিনি কেন গ্রহণ করিলেন? মূঢ় জনগণ সেব্যবস্তুকে নিজের স্তরে সমান জ্ঞান করে বলিয়া তাহাদের বিচার তাহাদিগকে নরকে গমন করায়।
ইতি ‘গৌড়ীয়-ভায্যে’ দ্বিতীয় অধ্যায় সমাপ্ত।