Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 495

Language: বাংলা
Language: English Translation
  • লোকশিক্ষক মহাপ্রভুর বৈষ্ণবগণকে চর্ব্যচূষ্যাদি মহাপ্রসাদ দানে অব এবং স্বয়ং সাধারণ লাল-সাকার—

    প্রভু বলে—“বিস্তর লাফর মোরে দেহ’।
    পীঠাপানা ছেনাবড়া তোমরা সবে লহ।” 

    তথ্য। প্রভু কহে,—“মোরে দেহ, লাফ্‌রা ব্যঞ্জনে ।পীঠাপানা দেহ’ তুমি ইঁহা সবাকারে।।’’ (চৈঃ চঃ মধ্য ৬/৪৩-৪৪) প্রভু কহে—“মোরে দেহ’ লাফ্‌রা ব্যঞ্জনে। পীঠাপানা, অমৃতগুটিকা দেহ’ ভক্তগণে।’’ (চৈঃ চঃ মধ্য ১২/১৬৭)।

    ইতি শ্রীচৈতন্যভাগবতে অন্ত্যখণ্ডে ভুবনেশ্বর-পুরুষোত্তমাদ্যাগমনবর্ণনং নাম দ্বিতীয়াঽধ্যায়ঃ।

Page execution time: 0.0379889011383 sec