যে-তে-মতে কেনে কোটি প্রযত্ন না করে।
ঈশ্বরের ইচ্ছা হইলে সে ফল ধরে।
শ্রীগৌরসুন্দর ভক্তগণের প্রতি সন্তুষ্ট হইয়া ভগবানে আত্মনিবেদন করিবার নিমিত্ত শিক্ষা দিলেন। তিনি বলিলেন—প্রচুর পরিমাণ খাদ্য অনায়াসলভ্য হইলেও কৃষ্ণেচ্ছা না থাকিলে রাজপুত্রের ভাগ্যেও উপবাস-দুঃখ ঘটে। যাহা ভগবান্ বিধান করেন, সেই বিধান-ক্ৰমে দুষ্প্রাপ্য বস্তুও অরণ্যে অবশ্য আসিয়া জুটে। প্রচুর খাদ্য-দ্রব্য সম্মুখে থাকিলেও কৃষ্ণেচ্ছায় গ্রাহকের জ্বররোগ উপস্থিত হইলে তাহার আর উহার গ্রহণ করিবার যোগ্যতা থাকে না। আবার, আত্ম-লভ্য ব্যাপারসমূহ ভগবদিচ্ছায় আপনা হইতে আসিয়া উপস্থিত হয়। অহঙ্কার বিমূঢ়াত্মা এ সকল কথা বুঝিতে পারে না।