পাণ্ডু-বিজয়ের যত নিজ ভৃত্যগণ।সবে প্রভু কোলে করি’ করিলা গমন।
জগন্নাথদেবের রথারোহণ-কালে যেরূপ পাণ্ড্য-বিজয় হইয়া থাকে, তদ্রূপ মূৰ্ছিত শ্রীগৌরসুন্দরকে জগন্নাথসেবকগণ তোলাতুলি করিয়া সার্বভৌমের আবাসে রাখিয়া আসিলেন।