অজ্ঞ পড়িহারী প্রভুকে মারিতে উদ্যত হইলে সার্বভৌমের নিবারণ
অজ্ঞ পড়িহারী সব উঠিল মারিতে।
আথে ব্যথে সার্বভৌম পড়িলা পৃষ্ঠেতে।
পড়িহারিগণ—শ্রীমন্দিরের যাত্রিগণের সেবাপরাধের শাসনকর্তা। নিতান্ত মূঢ় পড়িহারিগণ মন্দিরের অভ্যন্তরে শ্রীগৌর সুন্দরের আনন্দমূর্ছাবেশ গমনকে অপরাধ বিচার করিয়া তাঁহাকে প্রহার করিতে উদ্যত হইলে সার্বভৌম উহাদিগকে নিষেধ করিলেন।