আঠারনালায় আগমনমাত্র ভাবসম্বরণ—
আইলেন মাত্র প্রভু আঠার নালায়।
সর্ব ভাব সম্বরণ কৈলা গৌর-রায়।
তথ্য। আঠার নালা পুরী নগরে প্রবেশের যে সেতু আছে, তাহার নাম আঠার নালা। পুরীতে প্রবাহিত ক্ষুদ্র নদী বা বিলের ‘উপর সাঁকটীর আঠারটী খিলান আছে বলিয়া উহার ঐরূপ নাম হইয়াছে।