সবে চারিদণ্ড পথ প্রেমের আবেশে।প্রহর-তিনেতে আসি’ হইল প্রবেশে।
কমলপুর হইতে জগন্নাথ-মন্দির চারিদণ্ডকালের ভ্ৰমণ পথ মাত্র। কিন্তু প্রভু প্রেমাবেশে দণ্ডবৎ করিতে করিতে তথায় আসিয়া পৌঁছিতে তিন প্রহর অর্থাৎ ২২।।০ দণ্ডকাল যাপন করিলেন।