শরণাগতি-শিক্ষা-দান—“রাখে কৃষ্ণ মারে কে? মারে কৃষ্ণ রাখে কে?'—
ভোক্তব্য অদৃষ্টে থাকে যে-দিনে লিখন।অরণ্যেও আসি মিলে অবশ্য তখন।
তথ্য। অপ্রাথিতানি দুঃখানি যথৈবায়ান্তি দেহিনাম্সুখান্যপি তথা মন্যে দৈবমত্রাতিরিচ্যতে।।(বৃহন্নারদীয়ে ৭/৭৪)।