তথাহি—
“প্রাসাদাগ্রে নিবসতি পুরঃ স্মেরবক্তারবিন্দো।
মামালোক্যস্মিতসুবদনো বালগোপালমূর্তিঃ।”
অনুবাদ। ঐ দেখ, প্রাসাদের উপরিভাগে বিকসিত কমলবদন বালগোপালরূপী ভগবান্ শ্রীকৃষ্ণ আমাকে দেখিয়া মন্দমধুর হাস্যদ্বারা শ্রীমুখের শোভা বিস্তার করিতে করিতে অবস্থান করিতেছেন।