পরম নিভৃত এক শিব-স্থান-দর্শনে প্রভুর সন্তোষ ও যাবতীয় দেবালয়-দর্শন—
পরম নিভৃত এক দেখি’ শিবস্থান।সুখী হৈলা শ্রীগৌরসুন্দর ভগবান্।