কৃষ্ণ-প্রিয় শিব-স্থানে মহাপ্রভুর নৃত্য—
শিব-প্রিয় বড় কৃষ্ণ তাহা বুঝাইতে।
নৃত্য করে গৌরচন্দ্র শিবের সাক্ষাতে।
শ্রীগুরুদেব ও মহাদেব, উভয়েই ভগবানের অত্যন্তপ্রিয়। শিবভক্তগণ অষ্টভুজ ভগবানের সেবা লাভ করিয়াছিলেন। কিন্তু যে-সকল ব্যক্তি শিবাদি দেবতাকে স্বতন্ত্র জ্ঞান করে, তাহাদের ভগবচ্চরণে অপরাধ ঘটে।