ক্ষেত্র-পাল শিব—
ক্ষেত্রের পালক তুমি সর্বথা আমার।সর্বক্ষেত্রে তোমারে দিলাম অধিকার।
মহাদেব একাম্রকক্ষেত্রে স্থান লাভ করিয়া ভগবৎসমীপে সর্বত্র থাকিবার প্রার্থনা করায় সকল বিষ্ণুক্ষেত্রে ক্ষেত্রপালরূপে মহাদেবের স্থান নিরূপিত হইয়াছে।