পুরীর উত্তরে শ্রীভুবনেশ্বর—
হেন সে আমার পুরী, তাহার উত্তরে।তোমারে দিলাঙ স্থান রহিবার তরে।
নীলাচলের উত্তরাংশে দশযোজনান্তর্গত ক্ষেত্রই —ভুবনেশ্বর।