Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 305

Language: বাংলা
Language: English Translation
  • যার মন্ত্রে সকল মূর্তিতে বৈসে প্রাণ।
    সেই প্রভু—শ্রীকৃষ্ণচৈতন্যচন্দ্র নাম।

    বিবৃতি। শ্রীগৌরবিহিত মহামন্ত্র উচ্চারণ করিয়াই শ্রীবিগ্রহের প্রাণ-প্রতিষ্ঠা শ্রীগৌড়ীয়-সম্প্রদায়ে প্রচলিত। শ্রীনামভজন ব্যতিরেকে আর্চা-বিগ্রহের দর্শনে শিলা-বুদ্ধি অপসারিত হয় না। শ্রীকৃষ্ণচৈতন্যদেব “কৃষ্ণবর্ণং ত্বিষাঽকৃষ্ণং শ্লোকের বিচারাবলম্বনে যে পূজা বিধান করিয়াছেন, তাহাতে মহামন্ত্রের উচ্চারণ-দ্বারাই সুষ্ঠুভাবে শ্রীবিগ্রহের সজীব পূজা বিহিত হইয়া থাকে। যেখানে পূজকের নিজচেষ্টায় ভগবৎসেবা হয় না, অর্থাদি বা কর্মানুষ্ঠান-বোধে পূজা বিহিত হয়, তথায় সেই পূজা প্রাণহীনের পূজা এবং শ্রীমূর্তির প্রাণহীন-দর্শন মাত্র। যাজকসূত্রে, পূজক-সূত্রে শ্রীগৌরসুন্দরের কীর্তিত “হরে কৃষ্ণ” মহামন্ত্রই সপ্রাণ পূজা।

Page execution time: 0.0383930206299 sec