‘প্রভু’, বলি’ নমস্কার করেন স্তবন।
অদ্ভুত করেন প্রেম-আনন্দ-ক্রন্দন।
তথ্য। সাক্ষিগোপাল—পূর্বে মহানদীতীরস্থ কটকনগরে সাক্ষিগোপাল বিরাজমান ছিলেন সাক্ষিগোপাল দক্ষিণ দেশ হইতে আনীত হইলে প্রথমে কিছুদিন কটকে থাকিয়া শ্রীপুরুষোত্তমে শ্রীজগন্নাথ মন্দিরে কিছুদিন রহিলেন। তথায় কোন প্রকার প্রেম কলহ উপস্থিত হওয়ায় উৎকলপতি মহারাজ পুরুষোত্তম হইতে তিন ক্রোশ দূরে ‘সত্যবাদী’-নামে একটী গ্রাম স্থাপনপূর্বক তথায় গোপালকে রাখেন। এখন সেই গ্রামে একটী পাকামন্দিরে শ্রীসাক্ষিগোপাল বিরাজমান। সাক্ষিগোপালের আখ্যায়িকা শ্রীচৈতন্যচরিতামৃত, মধ্য লীলা, পঞ্চম পরিচ্ছেদে দ্রষ্টব্য।