মহানদীতে স্নান-লীলা—
ভাগ্যবতী-মহানদী জলে করি’ স্নান।
আইলেন প্রভু সাক্ষিগোপালের স্থান।
কটক নগর,—কাটজুড়ী ও মহানদীর মধ্যবর্তী উড়িষ্যার প্রধান নগর ও রাজকীয় প্রধান সদর। এখানে শ্রীচৈতন্যমঠের অন্যতম শাখামঠ শ্ৰীসচ্চিদানন্দমঠ প্রতিষ্ঠিত আছে। তথায় শ্রীগৌরসুন্দর ও শ্রীবিনোদরমণ জীউর নিত্য সেবা আছে এবং উড়িয়া ভাষায় বিবিধ ভক্তিগ্রন্থাবলী প্রচার, পারমার্থিক পত্রাদি প্রকাশিত হইতেছে।
কটক-সহরের উত্তরাংশে মহানদী প্রবাহিত। শ্রীসাক্ষিগোপাল-দেব শ্রীমহাপ্রভুর প্রকট-কালে কটকেই ছিলেন। এই সাক্ষিগোপাল বর্তমান সময়ে সাক্ষিগোপাল-নামক গ্রামে স্থানান্তরিত হইয়াছেন। কটক হইতে শ্রীমহাপ্রভুর প্রকট-কালের। পরবর্তি সময়ে সাক্ষিগোপাল জগন্নাথ-মন্দিরে নীত হন, পরে স্বতন্ত্র গ্রামে অধিষ্ঠিত হইয়াছেন।