যাজপুরে—
কত দিনে মহাপ্রভু শ্রীগৌরসুন্দর।
আইলেন যাজপুরে—ব্রাহ্মণনগর।
যাজপুর ব্রাহ্মণনগরে ‘আদিবরাহ-মন্দিরে’ শ্রীগৌরসুন্দরের পাদপীঠ প্রতিষ্ঠিত হইয়াছেন। বালিয়াটি -গ্রামের জমিদার শ্রীযুক্ত মোহিনীমোহন রায় চৌধুরী মহাশয়ের মাতৃদেবীর সৌজন্যে উহা স্থাপিত হইয়াছেন।