রেমুণায় দেখি’ নিজ-মূর্তি গোপীনাথ।
বিস্তর করিলা নৃত্য ভক্ত-বর্গ-সাথ।
ভক্তবর্গকে ভজনশিক্ষা দিবার জন্য গোপীনাথ শ্রীবিগ্রহের সম্মুখে মহাপ্রভু বিস্তর নৃত্য করিলেন। কিন্তু শ্রীগৌরসুন্দরের অর্চা-বিগ্রহ —শ্রীগোপীনাথ; তজ্জন্য “নিজ মূর্তি গোপীনাথ” শব্দের উল্লেখ । শ্রীচৈতন্যদেব সাক্ষাৎব্রজেন্দ্রনন্দন গোপীনাথ। গৌড়ীয়-নাথ ; ও গোপীনাথ, উভয়েই একই তত্ত্ব, উভয়েই স্বয়ংরূপ—ঔদার্য ও মাধুর্যলীলার মূর্তিদ্বয় হইলেও একতাৎপর্যপর। শ্রীগৌরমূর্তিকে শ্রীগোপীনাথ-মূর্তির ‘প্রকাশভেদ’ বলা হইবে না।