যেন কর’ তুমি আমা’ তেন আমি হই।
সত্য সত্য এই আমি সবা’স্থানে কই।”
শ্রীনিত্যানন্দ শ্রীগৌরসুন্দরকে যেরূপ বেষে সাজাইতে চাহেন, শ্রীগৌরসুন্দর তাহাই স্বীকার করেন। শ্রীগৌরসুন্দর শ্রীনিত্যানন্দের সহিত অভিন্নহৃদয়। উভয়েই ভক্তবেষ ধারণপূর্বক কৃষ্ণপ্রেমার আস্বাদক ও প্রচারক।