Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 24

Language: বাংলা
Language: English Translation
  • কৃষ্ণ নাম লহ সবে বসি' গিয়া ঘরে।
    আমিই আসিব দিন-কতক-ভিতরে।”

    শ্রীগৌরসুন্দর ভক্তগণকে বিদায় দিবার কালে এইরূপ সান্ত্বনাপূর্বক বলিতে লাগিলেন—“তোমরা গৃহে গিয়া কৃষ্ণনাম কর, আমি গৃহ হইতে বহির্গত হইয়া স্থানে স্থানে কীর্তন করিবার মানসে নীলাচলে যাইতেছি এবং ভ্রমণের ছলে পুনরায় তোমাদের সহিত মিলিত হইব। শুদ্ধকৃষ্ণনাম-বলে তোমাদের গৃহে থাকিয়াও গৃহের কোন অসুবিধা ঘটিবে না। তোমরা সকলেই মুক্ত পুরুষ—সুতরাং ‘কৃষ্ণ’নাম-গ্রহণে তোমাদের একমাত্র যোগ্যতা আছে। কৃষ্ণনাম-ভজনের সিদ্ধি-ফলে তোমরাও কৃষ্ণের রূপ, গুণ পরিকরবৈশিষ্ট্য ও লীলায় আকৃষ্ট হইবে; তখন আমি তোমাদের সহিত সর্বতোভাবে মিলিত হইয়া অশোক, অভয় ও আমৃত কিরূপ ব্যাপার, তাহা তোমাদিগকে জানাইব।

Page execution time: 0.0472500324249 sec