জলেশ্বর-শিব-স্থানে—
মুহূর্তেকে গেলা প্রভু জলেশ্বর-গ্রামে।
বরাবর গেলা জলেশ্বর-দেবস্থানে।
তথ্য। জলেশ্বর—বর্তমান জলেশ্বর গ্রাম—বালেশ্বরের উত্তরাংশে অবস্থিত। কিন্তু দণ্ড-ভাঙ্গা-নদী পুরীর নিকট ; উভয়ের মধ্যে কটক জেলা। পুরী জেলা হইতে পুনরায় বালেশ্বর জেলায় ফিরিবার কোন উল্লেখ দেখা যায় না, তজ্জন্য জলেশ্বরের
গৌড়ীয় ভাষ্য উত্তরে কোন্ স্থানটীতে প্রভুর দণ্ড ভগ্ন হইয়াছিল, তাহা বিচার্য। আর যদি ‘দণ্ডভাঙ্গা’ বা ‘ভার্গী’নদীর তটে প্রভুর দণ্ডভঙ্গলীলা হইয়া থাকে, তাহা হইলে পুরী যাইবার পথে জলেশ্বর-নামক শিবস্থান আছে বা পাওয়া আবশ্যক।