প্রাণ-সম অধিক যে সব ভক্তগণ।
তাহারেও দেখি যেন নিরপেক্ষ-মন।
শ্রীগৌরসুন্দরের ভক্তগণ তাঁহার প্রাণসদৃশ। গৌরহরির বিচারানুসরণ ব্যতীত তাঁহাদের কিঞ্চিন্মাত্র-বিপথগামী হইবার স্পৃহা নাই। গৌরসুন্দর স্বীয় নিরপেক্ষতা মধ্যে মধ্যে জানাইবার জন্য ভক্তগণের অত্যন্ত বাধ্য নহেন, —ইহা দেখাইয়া থাকেন; নতুবা মৎসর মানবজাতি ভগবান্কে তোষামোদ-প্রিয় বলিয়া গর্হণ করিবে। ঐরূপ নির্বোধজনগণের মঙ্গলের জন্য শ্রীচৈতন্য ভক্ত ও অভক্ত, উভয়ের প্রতি সমভাব দেখাইয়া নিরপেক্ষতার ছলনা করিয়াছিলেন। তাঁহার অনুগ্রহ ব্যতীত সকল কথা বুঝিবার সামর্থ্য অযোগ্য জনগণের নাই।