সুবর্ণরেখায় আগমন ও তথায় স্নান-লীলা—
এই মতে মহাপ্রভু চলিয়া আসিতে।
কত-দিনে উত্তরিলা সুবর্ণরেখাতে।
সুবর্ণরেখা-নদী-তীরে গ্রাম বিশেষে। জগন্নাথক্ষেত্র যাত্রী পথিকগণ যে স্থলে সুবর্ণরেখা নদীর তীরে উপস্থিত হন, সেই প্রাচীনপথের পার্শ্বেই গৌরসুন্দর উপস্থিত হইয়া ছিলেন।