ভক্তগণের বিষাদের কারণ ও নিত্যানন্দ-কর্তৃক প্রবোধ-দান—
পাছে প্রভু সবা’ ছাড়ি’ করেন গমন।এতেকে বিষাদ আসি’ ধরিলেক মন।