Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 121

Language: বাংলা
Language: English Translation
  • কত দূর জগন্নাথ ?—

    আবিষ্ট হইলা প্রভু করি’ আচমন।
    কত দূর জগন্নাথ ?” বলে ঘনে ঘন।

    বিবৃতি। যদি বদ্ধজীবের প্রতি শ্রীগৌরহরি কৃপাদৃষ্টি না করেন, তবে কখনও বদ্ধজীব মুক্ত হইয়া ‘বৈষ্ণব’ হইতে পারে না। তজ্জন্য মহাপ্রভু স্বয়ংই আর্তি প্রদর্শন করিয়া ভজনীয় বস্তুর স্বরূপ নির্ণয় করিতেন। শ্রীগৌরসুন্দর স্বয়ংই জগন্নাথদেব,—একথা তিনি বিস্মৃত হইয়া সর্বক্ষণ সংস্মৃতি থাকিলেও অনধিকারিজনগণকে তাহা বুঝিতে দেন নাই, কেননা তাহা হইলে অনধিকারী অভক্তগণ তাঁহাকে ‘মায়াবাদী’ মাত্র জানিয়া নিজেরা এই মায়াবাদ-পথে নিমগ্ন হইবে। এজন্য ভক্ত ভাবাঙ্গীকার-ব্যতীত অপর প্রকাশসমূহও যে, স্বয়ং তাহারই অন্তর্ভূক্ত—একথা জানিতে দেন নাই।

Page execution time: 0.0415980815887 sec