তথাপিহ হইয়াছে দুর্ঘট সময়।
সে রাজ্যে এখন কেহ পথ নাহি বয়।
বঙ্গের যবন-নৃপতি উৎকালরাজ্য আক্রমণ করিবার জান্য বহু আয়োজন করায় বঙ্গদেশ হইতে নীলাচলের যাত্রিগণ অত্যন্ত শঙ্কিত হইয়াছিলেন। বিধর্মী গৌড়নৃপতি বহুদিন হইতে নিজ অনুচরবর্গকে উৎকলদেশ আক্রমণ করিবার জন্য প্ররোচনা করিতেছিলেন; এমন কি, ইহার কয়েক বৎসর পরেই সনাতন গোস্বামীর সহিত স্বয়ং যাত্ৰা করিয়া উৎকল ধ্বংস করিবার জন্য গমন করিবার প্রস্তাবও দেখিতে পাওয়া যায়। বিশেষতঃ যে বৎসর শ্রীগৌরসুন্দর বৃন্দাবন যাইবার জন্য কানাইনাটশালা হইতে প্রত্যাবর্তন করেন, সেই বৎসরও ভক্তগণ গৌরসুন্দরের বৃন্দাবন-বিজয়ের পথের বিশেষ শঙ্কার কথা বলিয়াছিলেন।