নামে সে ঠাকুর মাত্র করেন ভোজন।
নিজাবেশে অবকাশ নাহি এক ক্ষণ।
রামচন্দ্র খাঁনের বাড়ীতে বহু উপায়ন-সহ গৌরসুন্দরের ভোজ্য আনীত হইলে শ্রীমহাপ্রভু তাহা নাম-মাত্র স্বীকার করিলেন। কৃষ্ণপ্রেমে বিহ্বল গৌরসুন্দর রামচন্দ্র খাঁনের প্রদত্ত ভোজ্যদ্রব্যসমূহ লৌকিকভাবে গ্রহণ করিলেন।