এই প্রভু দারুরূপে বৈসে যোগাসনে।ন্যাসিরূপে ভক্তিযোগ করেন আপনে।
শ্রীগৌরসুন্দর অর্চা-মূর্তিতে শ্রীজগন্নাথরূপে অবস্থান করেন, আবার সন্ন্যাসি-মূর্তিতে ভক্তভাব অঙ্গীকার করিয়া লোকশিক্ষা প্রদান করেন।