স্বয়ং উপাস্য হইয়াও উপাসনা শিক্ষা দিবার জন্য প্রভুর উপাসক-লীলা—
বস্ত্র লাগি হইতে লাগিল রাত্রিশেষে।
ভক্তগোষ্ঠীসহ প্রভু দেখি’ প্রেমে ভাসে।
লাগি হইতে লাগিল —শ্রীজগন্নাথের শ্রীঅঙ্গে বস্ত্রাদি সংলগ্ন হইতে লাগিল। নীলাচলে “লাগি হওয়া” কথাটি প্রচলিত আছে। ‘চন্দনের লাগি হওয়া’, ‘পুষ্পের লাগি হওয়া’ পুষ্প চড়ান, চন্দন লাগান অর্থে ব্যবহৃত।