সমুদ্রতীরে যমেশ্বরে বিদ্যানিধিকে বাসা-প্রদান—
বিদ্যানিধি রাখি’ প্রভু আপন নিকটে।বাসা দিলা যমেশ্বরে—সমুদ্রের তটে।
যমেশ্বর-টোটা-বাগানে পুণ্ডরীক বিদ্যানিধির থাকিবার স্থান নিরূপিত হইল। সেখানে থাকি। তিনি অনেক সময় শ্রীগৌরসুন্দরের নিকট অবস্থান করিতেন।