অর্ধবাহ্যদশায় প্রভুর অসর্বজ্ঞের ন্যায় ভক্তগণকে নানা কথা জিজ্ঞাসা—
বাহ্য না জানেন প্রভু প্রেমভক্তিরসে।
অসর্বজ্ঞ প্রায় প্রভু সবারে জিজ্ঞাসে’।
ভগবান্ শ্রীগৌরসুন্দর প্রেমভক্তিরসে এরূপ পরিপ্লুত ছিলেন যে, কোন বহির্জগতের স্মৃতি আসিয়া তাঁহার কৃষ্ণনুশীলনের বাধা দেয় নাই। আবার, সময়ে সময়ে তিনি বাহ্যজ্ঞান লাভ করিয়া যেন কিছুই বুঝেন না, —এরূপ অভিনয় করিয়া স্বীয় ভগবত্তা ও সর্বজ্ঞতা আবরণ করিতেন।