দামোদরস্বরূপের ভাগ্যের যে সীমা।
দামোদরস্বরূপ সে তাহার উপমা।
শ্রীগৌরসুন্দরের সর্বক্ষণ সঙ্গিরূপে শ্রীদামোদরস্বরূপ অন্যান্য গৌরভক্তের সৌভাগ্য অতিক্রম করিয়াছিলেন। অনেক সময়ে বনে, বৃক্ষের শাখায় মহাপ্রভু প্রেমাবেশে পড়িয়া গেলে যাহাতে উহা হইতে মহাপ্রভুর চিন্ময় কলেবর কোনরূপে আঘাতপ্রাপ্ত না হয়, তজ্জন্য শ্রীদামোদরস্বরূপ সর্বতোভাবে যত্ন করিয়া তাঁহার অনুপমা সেবা-প্রবৃত্তি প্রকট করিতেন। মহাপ্রভু সর্বক্ষণ প্রেমোন্মাদ উন্মত্ত থাকায়, প্রাপঞ্চিকজ্ঞানমাত্রে থাকিতেন না। তৎকালে দামোদর সর্বতোভাবে তাঁহার পরিচর্যা বিধান করিতেন।