পথে বিচরণ-কালেও দামোদরের সঙ্গপ্রার্থী শ্রীগৌরসুন্দর—
পথে চলিতেও প্রভু দামোদর-গানে।নাচেন বিহ্বল হৈয়া, পথ নাহি জানে।