পুরী ধ্যানপর, দামোদরের কীর্তন।নাসি-রূপে ন্যাসি-দেহে বাহু দুই জন।
দামোদরস্বরূপ—কীর্তনানন্দী, পরমানন্দপুরী—বিবিক্ত ধ্যানপর ভজনানুরত। ভগবান্ গৌরসুন্দরের যতিকলেবরে ইঁহারা দুইজন দুইটী বাহু সদৃশ।