স্বরূপের আত্মগোপন ও বহির্মুখ-বঞ্চনা—
অলক্ষিতরূপ—কেহো চিনিতে না পারে।
কপটির রূপে যেন বুলেন নগরে।
স্বরূপের রসময় সঙ্গীতে মহাপ্রভুর নৃত্যের উদয় হইত। বিভিন্ন সজ্জা পরিধান করিয়া ভ্রমণ করিলে যেরূপ সজ্জাধারীর প্রকৃত স্বরূপের পরিচয় পাওয়া যায় না, তদ্রূপ মহাপ্রভূ স্বীয় ভগবত্তা-গোপনার্থ ভক্তের কপটবেষে নগরে ভ্রমণ করিয়া আত্ম পরিচয় গোপন করিয়াছিলেন।