যত প্রীতি ঈশ্বরের পুরীগোসাঞিরে।দামোদরস্বরূপেরে তত প্রীতি করে।
শ্রীদামোদরস্বরূপ ভগবান্ শ্রীগৌরসুন্দরের “দ্বিতীয়স্বরূপ” বলিয়া প্রসিদ্ধ। শ্রীপরমানন্দপুরীর প্রতি ভগবান্ গৌরসুন্দরের যেরূপ মর্যাদাভাব, দামোদরস্বরূপের প্রতিও তাহা কোন প্রকারে ন্যুন নহে।