স্বরূপ-দামোদরের উচ্চ-কীর্তন-শ্রবণে মূর্তিমন্ত সাত্ত্বিক বিকারের সহিত প্রভুর
নৃত্য ও ভাবাবেশ—
ভাগবত-পাঠে গদাধর মহাশয়।
দামোদরস্বরূপের কীর্তন বিষয়।
শ্রীদামোদরস্বরূপ সর্বক্ষণ হরিকথা কীর্তন করিতেন। হরিগুণ-কীর্তন ব্যতীত তাঁহার আর কোন প্রকার চেষ্টা ছিল না। ভক্তিসিদ্ধান্তের একমাত্র মালিক শ্রীদামোদরস্বরূপ কাহারও অনুরোধ উপরোধ বা কোন মিশ্র বিচারের প্রশ্রয় বা গৃহব্রতগণের বুভুক্ষা শ্রীদামোদরস্বরূপকে ইতর জনসঙ্গে প্রবৃত্ত করায় নাই। তিনি একাই শ্রীগৌরসুন্দরের চিত্ত বিনোদন করিতেন।