সেই মন্ত্র তুমি মোরে কই পুনর্বার।
তবে মন-প্রসন্নতা হইবে আমার।
ভোগময়ী চিন্তা পরিহার করিবার জন্য যে শব্দব্রহ্মের প্রাপ্তি ঘটে, উহাই ‘মন্ত্র’ । অশ্রদ্দধান ব্যক্তিকে সেই মন্ত্রের উপদেশ করিলে উপদেশকের চিত্তে মালিন্য প্রবেশ করে। দিব্যজ্ঞান সঙ্গদোষে নষ্ট হইলে পুনরায় দিব্যজ্ঞান সংগ্রহ করা আবশ্যক —ইহা জানিয়া শ্রীগদাধরপণ্ডিতগোস্বামী শ্রীগৌরসুন্দরের নিকট তাঁহাকে পুনরায় দীক্ষা দিবার জন্য অনুরোধ করিলেন, কিন্তু মহাপ্রভু তাঁহার পূর্বগুরুর নিকট হইতে পুনরায় মন্ত্রেপদেশ শুনিবার বিচার বলিলেন। শ্রীগদাধর পণ্ডিতের গুরু —শ্রীল পুণ্ডরীক বিদ্যানিধি।