শিষ্টজনপ্রিয় ও দুষ্টজনকাল গৌরগোপাল—
জয় সংকীর্তনপ্রিয় গৌরাঙ্গগোপাল।
জয় শিষ্টজনপ্রিয় জয় দুষ্টকাল।
শ্রীগৌরসুন্দরই কৃষ্ণচন্দ্র বলিয়া তাঁহাকে ‘গৌরাঙ্গ-গোপাল’ বলা হয়। কৃষ্ণকথা কীর্তন করাই শ্রীগৌরসুন্দরের লীলা বৈশিষ্ট্য। অর্চন ও ধ্যানাদি ক্রিয়া ভগবত্তাকে পূর্ণভাবে প্রকাশ করিতে অসমর্থ বলিয়া সংকীর্তনের শ্রেষ্ঠতা। সেই সঙ্কীর্তনই অভিধেয়-পর্যায়ে সর্বশ্রেষ্ঠ; এজন্য শ্রীকৃষ্ণচন্দ্র তাঁহার শ্রীগৌরলীলায় “সঙ্কীর্তন-প্রিয়” বলিয়া সংজ্ঞিত। তিনি যাবতীয় শিষ্টজনের পরমারাধ্য। তাঁহাকে যাহাদের প্রিয়-বোধ নাই, তাহারাই অশিষ্ট। দুষ্ট ভোগী ও দুর্বুদ্ধি ত্যাগী, উভয়েরই তিনি যমসদৃশ।