ভালদিন হৈল মোর আজি সুপ্রভাত।
মুখ কপোলের ভাগ্যে বাজিল শ্ৰীহাত।”
শ্রীপুণ্ডরীক বিদ্যানিধি নিজের শারীরিক ক্লেশ স্মরণ করিয়া বুঝিলেন যে, শ্রীভগবানের শ্রীহস্তসংস্পর্শে তাঁহার সৌভাগ্যের উদয় হইয়াছে। ভগবান্ তাঁহাকে শাসন করিয়াছেন—ইহাতেই তাঁহার পরমানন্দ; —ইহাই সেবকের প্রতি প্রভুর প্রকৃত দয়া।