আমারে করিয়া ব্ৰহ্ম, সেবক নিন্দিয়া।
মাণ্ডুয়া কাপড়-স্থানে দোষদৃষ্টি দিয়া।”
তাঁহার অপরাধ কি, এই জিজ্ঞাসার উত্তরে জগন্নাথ বলিলেন--তাঁহাকে ও তাঁহার সেবকগণের মাড়যুক্ত কাপড় পরিধান করার সমালোচনায় তাঁহার যে দোষদর্শন হইয়াছে, তাহাই অপরাধ । যদি তিনি ধর্মাচরণ ও জাতীয় আচরণ রক্ষা করিতে ইচ্ছা করেন তবে তাঁহার শ্রীক্ষেত্র পরিত্যাগপূর্বক নিজগৃহে থাকিয়া ঐরূপ আচরণ করাই ভাল। এই সকল আপাতদর্শনে দোষ। হয়।