বিদ্যানিধিকে শাসন-ছলে কর্মজড়গণের দুর্বুদ্ধি-নিরাস—
মোর জাতি, মোর সেবকের জাতি নাঞি।সকল জানিলা তুমি রহি’ এই ঠাঞি।